মধ্যরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছেন/ছবি সংগৃহীত

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে চুরি, ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অপরাধ বেড়ে যায়। বুধবার দিনগত রাতে চিহ্নিত সন্ত্রাসীদের খবর পেয়ে সেখানে অভিযানে যায় যৌথবাহিনী।

মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথবাহিনীকে উদ্দেশ্য করে গুলি চালায় তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে বাড়ির ভেতর থেকে পাঁচ সন্ত্রাসীকে আটক, অস্ত্র উদ্ধার ও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, পাঁচজনকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। এরপর বাসার ছাদে উঠে দুজনের মরদেহ দেখা যায় পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তাদের একজনের হাতে অস্ত্র এবং আরেকজনের হাতে চাপাতি দেখা যায়।

অভিযানের ঘটনায় নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।