সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপু মনির ‘ঘনিষ্ঠ সহচর’ আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আটক ছগীর আহমেদের সচিবালয়ে প্রবেশের পাস

মেয়াদোত্তীর্ণ ও বাতিল হওয়া পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

আটক মো. ছগীর আহমেদ চাঁদপুরের মতলব উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ বিল্লাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সচিবালয়ে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের সময় ছগীর আহমেদকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে সচিবালয়ে প্রবেশে সব ধরনের পাস বাতিল করেছে সরকার। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার নামে ইস্যু করা পাসের মেয়াদও কত বছর শেষ হয়ে গেছে।

ডিসি বিল্লাল হোসেন বলেন, তার প্রবেশ পাস ছিল মেয়াদোত্তীর্ণ। তার গাড়ির স্টিকারও ছিল মেয়াদোত্তীর্ণ। এরপরও তিনি সচিবালয়ে প্রবেশ করতে চাইলে আমার অফিসার তাকে গাড়িসহ আটক করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার উপসচিবের সঙ্গে কথা বলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগেও তিনি কয়েকবার মেয়াদোত্তীর্ণ পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন।

ছগীর আহমেদ চাঁদপুরের মতলব উত্তর থানার নিশ্চিতপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম তোফাজ্জল হোসেন (মৃত)। তিনি বর্তমানে মতিঝিলে থাকেন।

আরএমএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।