অপরাধ ও এনআইডি ডাটাবেজে প্রবেশের অনুমতি চান ডিসি-ইউএনওরা

জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) অপরাধ ডাটাবেজ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজে প্রবেশের অনুমতি (অ্যাক্সেস) চান। জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সম্পর্কিত এমন প্রস্তাব দিয়েছেন ডিসিরা।
তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে রোববার (১৬ ফেব্রুয়ারি)। ওইদিন সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধন করেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে চতুর্থ কার্য-অধিবেশন (বেলা ১১টা ১ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট) হবে। সেখানে এই প্রস্তাবসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত অন্য প্রস্তাবগুলো উঠতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।
ডিসি সম্মেলনকে সামনে রেখে এবার ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া এক হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে গত শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব।
অপরাধ ও এনআইডি ডাটাবেজে ডিসি এবং ইউএনও-দের অ্যাক্সেসের প্রস্তাব দিয়েছেন মাগুরার জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়, জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে জেলা বা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। জেলা ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখিত ডাটাবেজে অ্যাক্সেস দেওয়া হলে আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারদের অ্যাক্সেস দেওয়া হলে তা জরুরি সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
জননিরাপত্তা বিভাগ সম্পর্কিত অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বাধ্যতামূলক বডি ক্যামেরা ব্যবহার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মারণাস্ত্র ও ছররা গুলি ব্যবহার নিষিদ্ধ করা, জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সার্কিট হাউসগুলোকে কেপিআই নিরাপত্তার অন্তর্ভুক্ত করা, প্রতিটি জেলায় জেলা প্রশাসকের অধীনে একটি স্পেশাল ডেডিকেটেড রেসপন্স ফোর্স গঠন, পুলিশ কনস্টেবল নিয়োগ কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা এবং ২০০৯ সালের মোবাইল কোর্ট আইনের বিধিমালা তৈরি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত প্রস্তাব
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত ২১টি প্রস্তাব দিয়েছেন ডিসি ও বিভাগীয় কমিশনাররা। মঙ্গলবার দ্বাদশ অধিবেশন (বিকেল ৫টা ১ মিনিট থেকে ৬টা পর্যন্ত) হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে।
- আরও পড়ুন
- আগের সরকারের অসমাপ্ত প্রকল্প ফের শুরু করতে ডিসিদের নির্দেশ
- সরকারি কর্মকর্তাদের জীবনে ডিসির চাকরি এক স্মরণীয় অধ্যায়
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- উপজেলা নির্বাহী অফিসারদের বাসভবনে বাবুর্চির পদ সৃজন, জনপ্রশাসন এবং মাঠ প্রশাসনের নন-ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, ১১তম থেকে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের মাসিক টিফিন ভাতা ২০০ টাকার পরিবর্তে ২ হাজার টাকায় উন্নীত, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ, সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য প্রদেয় শিক্ষা সহায়ক ভাতা ২ হাজার টাকায় উন্নীত, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ সংক্রান্ত নীতিমালা সংশোধন ও ঋণের পরিমাণ বৃদ্ধি এবং সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা ৫০০০ টাকায় উন্নীত করা।
এছাড়া সিলেট বিভাগের সরকারি কর্মচারী হাসপাতাল প্রতিষ্ঠা করা, প্রশাসনের সব পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালু, জনবল সংকট নিরসনে বিভাগীয় নির্বাচনী বোর্ডের অধীনে সব সরকারি দপ্তরের ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ, জেলা ও উপজেলা প্রশাসনের নবম গ্রেডের একাধিক পদ সৃজন ও সৃষ্ট পদগুলো প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করা, মাঠ প্রশাসনে কর্মরত সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর মোবাইল ফোন ও ইন্টারনেট ভাতা চালু, সার্কিট হাউজ ও জেলা প্রশাসকের কার্যালয়কে কেপিআই অন্তর্ভুক্ত করা ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।
এছাড়া পার্বত্য জেলাগুলোতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাসিক পাহাড়ি ভাতা যৌক্তিক হারে বাড়ানো, অতিরিক্ত জেলা প্রশাসক বদলি ও পদায়ন বিভাগীয় কমিশনারদের কাছে ন্যস্ত করা, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রেশন ও ঝুঁকি ভাতার ব্যবস্থা গ্রহণ, অতিরিক্ত দায়িত্ব ভাতা বৃদ্ধি করা, স্থানীয় সরকারের উপ-পরিচালক পদায়নের সময় জেলা ম্যাজিস্ট্রেটের অধীন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার প্রস্তাব দিয়েছেন ডিসি ও বিভাগীয় কমিশনাররা।
স্থানীয় সরকার বিভাগের ৮ প্রস্তাব
মঙ্গলবার ষষ্ঠ অধিবেশন (দুপুর সাড়ে ১২টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত) হবে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে। স্থানীয় সরকার সম্পর্কিত আটটি প্রস্তাব রয়েছে।
সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রংপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পাকশী, লক্ষ্মীকুন্ডা ও সাহাপুর ইউনিয়নে শুষ্ক মৌসুমে পানি স্বল্পতার কারণে সাবমারসিবল সরবরাহ; গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানো; বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠা; ইউনিয়ন ডিজিটাল সেবাকেন্দ্র সংক্রান্ত নীতিমালা প্রণয়ন; ই-জিপিতে অনলাইনে হাট-বাজার ইজারা কার্যক্রম গ্রহণের উপযোগী সফটওয়্যার আপগ্রেড করা এবং অনলাইন ইজারা কার্যক্রম গ্রহণ।
এছাড়া জামালপুর জেলায় আধুনিক সুবিধা সম্বলিত একটি শিশু পার্ক স্থাপন; উপজেলা পরিষদের কর্মচারীদের নিয়োগ, বদলি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর; ঢাকা মহানগরের খাল অবৈধ দখল ও দূষণমুক্ত করে ব্লু-নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা।
আইন ও বিচার বিভাগ সংক্রান্ত যেসব প্রস্তাব এসেছে
জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা সরকারি স্বার্থ রক্ষায় জেলা প্রশাসকের নিবিড় তত্ত্বাবধানে জিপি, এজিপি, পিপি ও এপিপির পরিবর্তে জেলা পর্যায়ে একটি স্থায়ী প্রসিকিউশন ইউনিট গঠন; দণ্ডবিধিতে থাকা মারামারি অনুষ্ঠানের শাস্তি, নির্বাচন সম্পর্কে অবৈধ অর্থ প্রদান ও নির্বাচনী খরচের হিসাব না রাখার শাস্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
মঙ্গলবার পঞ্চম অধিবেশন (বেলা ১১টা ৪৬ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট) হবে আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ৭ প্রস্তাব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সাতটি প্রস্তাব এসেছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- মাল্টিপারপাস অডিটরিয়ামে জনবল নিয়োগ, শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতির বিকল্প হিসেবে প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা গ্রহণ, মৌলভীবাজার জেলার বাদ পড়া ৭২টি চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, পরিমার্জিত ডিপিএড প্রশিক্ষণ কোর্সকে বিএড বা সমমান মর্যাদা প্রদান এবং কোর্সের মেয়াদ ১০ মাসের পরিবর্তে ১২ মাসে রূপান্তর।
- আরও পড়ুন
- কারও ধমকে কোনো কাজ করার প্রয়োজন নেই: প্রধান উপদেষ্টা
- ৫ হাজার চিকিৎসক নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ
প্রাথমিক পর্যায়ে ইংরেজি ও আইসিটি শিক্ষার মান উন্নয়নের জন্য বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় মনিটরিং সেল প্রতিষ্ঠা করা, এক শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোন কোন খাতে কী পরিমাণ ফি আদায় করতে পারবে এবং আদায় করা ফি কীভাবে ব্যয় করবে সে সম্পর্কে নীতিমালা প্রণয়ন।
শেষ দিনে হবে ১৬ অধিবেশন
তিন দিনের ডিসি সম্মেলন শেষ হচ্ছে মঙ্গলবার। এর আগে গত শনিবার ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, সম্মেলনে এবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট কার্য-অধিবেশন হবে ৩০টি এবং চারটি হবে বিশেষ অধিবেশন।
বিশেষ অধিবেশনগুলোর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও একটি সভা হয়েছে।
কার্য-অধিবেশনগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উপদেষ্টা ও সচিবরা উপস্থিত থাকেন। শেষ দিনে সমাপনী অধিবেশনসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে মোট ১৬টি অধিবেশন হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কার্য-অধিবেশন এবং সমাপনী অধিবেশন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে হবে।
সরকারের নীতি-নির্ধারক এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
আরএমএম/এমকেআর/এএসএম