প্রধান উপদেষ্টা
সরকারি কর্মকর্তাদের জীবনে ডিসির চাকরি এক স্মরণীয় অধ্যায়

সরকারি কর্মকর্তাদের চাকরিজীবনে ডিসির চাকরি এক স্মরণীয় অধ্যায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, এ সময়ে (ডিসি থাকা অবস্থায়) তারা সৃজনশীলতা কাজে লাগিয়ে নিজেদের মতো করে কাজ করতে পারেন। তাই পরবর্তী সময়ে বিভিন্ন পদে চাকরি করলেও অনেকেই কথা প্রসঙ্গে ডিসির স্বল্পকালীন চাকরি সময়ের কথা ঘুরেফিরে বলে থাকেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা সরকারের সর্বোচ্চ বিবেচ্য বিষয়। এতে আমরা কতটুকু অগ্রসর হলাম, কী করণীয় তা নির্ধারণ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিফল হওয়া যাবে না।
- আরও পড়ুন
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে
জন্মনিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টা
তিনি বলেন, আমরা সবাই মিলে সরকার। একেক জন ডিসি একেক জেলার দায়িত্বে থাকেন। সেখানে পুলিশ প্রশাসনের কাজ কী, সিভিলে প্রশাসনের কাজ কী- তা সবই জানা। সমন্বয় সাধনের মাধ্যমে কাজ করতে হবে। সমন্বয়ের ক্ষেত্রে সমস্যা থাকলে আলোচনা করে সমস্যা সমাধানের উপায় বের করতে হবে।
অধ্যাপক ইউনূস বলেন, শৃঙ্খলা ভঙ্গ করলে কী করতে হবে, ওপর থেকে নিচ পর্যন্ত চেইন অব কমান্ড কীভাবে যাবে, দায়িত্ব পাশ কাটিয়ে যাওয়া যাবে না, কারণ সবাই মিলে সরকার।
তিনি আরও বলেন, সব নাগরিকের সুরক্ষা প্রদান ও নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব।
এমইউ/কেএসআর/জেআইএম