চট্টগ্রামে পুলিশি অভিযানে গ্রেফতার ১৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) থেকে শনিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রামে পুলিশি অভিযানে গ্রেফতার ১৯

গ্রেফতারদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অস্ত্রধারী রয়েছেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন, নগরীর কোতোয়ালি থানার আসামি তরিকুল ইসলাম (২৯), সেকান্তর হোসেন মিয়া (৫৩), খুলশী থানার আসামি আবু ফয়সাল (৩৩), বাকলিয়া থানার আসামি মধুসদন দত্ত (৪৫), চান্দগাঁও থানার আসামি শওকত হোসেন ওরফে বাবুল (৩৫), মফিজুর রহমান চৌধুরী (২৯), চকবাজার থানার আসামি নূর হোসেন (৪৮), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. ইমন (৩৪), পাঁচলাইশ থানার আসামি আবু হানিফ (২৫), শুক্কুর আলী বাবু (২৩), ইপিজেড থানার আসামি মো. পান্না শেখ (১৯), আনিসুর রহমান (১৯), মো. আলাউদ্দিন (৩২), বন্দর থানার আসামি মো. মুরাদ (৩৫), আকবরশাহ থানার আসামি রবিন দাশ (২৭), পতেঙ্গা থানার আসামি মোহাম্মদ রাহাদ (২০), কর্ণফুলী থানার আসামি ১৭, শওকত হোসেন বাবু (৩৮), ইশরাত আশরাফি অপি (২৫) এবং হালিশহর থানার আসামি ফয়সাল আহমেদ ওরফে মানিক (৪২)।

এমডিআইএইচ/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।