প্রশংসায় ভাসছেন ভাইরাল ভিডিওর পুলিশ সদস্য, আসিফ নজরুলের ভালোবাসা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
বিক্ষোভকারীদের স্পর্শ না করেই কেবল ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে দেন এক পুলিশ সদস্য

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে পুলিশ সদস্যদের কাজের ধরণ দেখে প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, এমন পুলিশ সদস্যই চেয়েছে দেশের সাধারণ জনগণ। পুলিশ যে জনগণের এটিই তার প্রমাণ বলে অনেকে মন্তব্য করেছেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে কাজ করছেন ওই পুলিশ সদস্য। পুলিশ সদস্যের হাতে লাঠি, মাথায় ছিল হেলমেট আর বুকে বুলেটপ্রুফ জ্যাকেট। তিনি বিক্ষোভকারীদের স্পর্শ না করেই কেবল মুখে ভয় দেখিয়ে এবং রাস্তায় লাঠি মেরে শব্দ তৈরি করে ছত্রভঙ্গ করে দেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই তার প্রশংসা করেন।

প্রশংসায় ভাসছেন ভাইরাল ভিডিওর পুলিশ সদস্য, আসিফ নজরুলের ভালোবাসা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এই পুলিশ ভাইটাকে অনেক ভালোবাসা’।

আসিফ নজরুলের শেয়ার করা ভিডিওটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্তব্য করেছেন প্রায় দেড় হাজার নেটিজেন। শেয়ার হয়েছে সাত শতাধিকবার এবং ভিউ হয়েছে ৫০০ হাজারের অধিক।

ভিডিওটি শেয়ার করে রাফসানুল ইসলাম রাতুল লিখেছেন, ‘ওয়েলডান অফিসার।’ হিমেল চাকমা নামের একজন ফেসবুকে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘লাঠি আর বডির সংস্পর্শ ছাড়া কীভাবে মিছিল ছত্রভঙ্গ করতে হয় এ পুলিশ ভাই দেখিয়ে দিলেন।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবু ইউসুফ নামের একজন লিখেছেন, ‘এমন কাজে পুরস্কৃত করা হোক। যাতে অন্য পুলিশ সদস্যও এমনভাবে দায়িত্ব পালন করতে পারেন। তারা আগ্রহ, অনুপ্রেরণা পান।’

প্রশংসায় ভাসছেন ভাইরাল ভিডিওর পুলিশ সদস্য, আসিফ নজরুলের ভালোবাসা

মো. মামুন লিখেছেন, ‘এমন মানবিক সব পুলিশ অফিসারকে দেখতে চাই আমাদের নতুন বাংলাদেশে।’ নূরে জাহান নামে এক নারী লিখেছেন, ‘উনাকে পুরস্কৃত করা হোক স্যার। এমন ভালো কাজে পুরস্কৃত করলে বাকিদেরও দেখে মন-মানসিকতা পাল্টে যাবে।’

বিজ্ঞাপন

‘মারবে, মারবে ভাব; কিন্তু মারবে না, এমনই হওয়া উচিত পুলিশকে’, লিখেছেন ফজলুর রহমান নামের এক ব্যক্তি। সাইফুল ইসলাম নামের আরেকজন লিখেছেন, ‘তাকে পুলিশিং কমিউনিটির জন্য মডেল হিসেবে সামনে এনে জাতীয় পুরস্কার দেওয়ার দাবি জানাচ্ছি।’

তবে ভাইরাল ওই পুলিশ সদস্য ও তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

টিটি/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।