নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জলকামান নিক্ষেপ, লাঠিপেটা ও ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এসময় পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সচিবের সঙ্গে আলোচনায় বসার জন্য একটি প্রস্তাবনা দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করে উপদেষ্টাকে ঘটনাস্থলে হাজির হওয়ার জন্য দাবি জানান।
একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। শিক্ষার্থীরা পুলিশের অনুরোধ না শুনে আন্দোলন চালিয়ে গেলে তাদের ওপর জলকামান নিক্ষেপ করা হয়। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা বারবার তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। কিন্তু এরপরও তারা হঠাৎ করে আমাদের ওপর আক্রমণ করেছে। তখন আমরাও তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছি। শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছেন।
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে চলমান আন্দোলনের বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা।
তারা বলেন, উদ্দেশ্যমূলকভাবে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে বলা হয়েছে। কিন্তু আমরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছি।
কেআর/এমএএইচ/জিকেএস