দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট) অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ১৫ মিনিটে তিনি দুবাই শহরে পৌঁছালে আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান।
ড. আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে সম্মেলনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং গত এক দশক ধরে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিকভাবে খ্যাত সম্মেলন সম্পর্কে তাকে অবহিত করেন।
তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।
- আরও পড়ুন
- ‘নতুন বাংলাদেশে’ আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত হওয়ার আহ্বান
- বিগত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে, যার নমুনা আয়নাঘর
- আওয়ামী লীগের শাসনামলে গুমে জড়িতদের বিচার না হলে নিষ্কৃতি পাবো না
এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আলহামৌদি উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার রাত পৌনে ৮টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধান উপদেষ্টা।
দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী শুক্রবার তিনি দেশে ফিরবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
এমইউ/এমআইএইচএস