আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় নৌবাহিনীর সাফল্য

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌবাহিনীর সদস্যরা/ছবি:আইএসপিআর

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং তিলাওয়াত প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গত ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। গ্রুপ ভিত্তিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ সদস্য অংশগ্রহণ করেন এবং দুটি ক্যাটাগরিতে রৌপ্যপদক অর্জন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পবিত্র কোরআনের ‘১০-পারা গ্রুপ’-এ বাংলাদেশ নৌবাহিনীর গোলাম রব্বানী এবং ‘৩-পারা গ্রুপ’-এ মো. সাব্বির আহমেদ রৌপ্যপদক অর্জন করেন। ৯ ফেব্রুয়ারি মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হয়।

টিটি/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।