চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পাওনা আদায়ে সংবাদ সম্মেলন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫
বকেয়া পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মীরা

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে অবসরে যাওয়া ৩ হাজার ৬৪ জন শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তার প্রতিষ্ঠানের কাছে বকেয়া প্রায় ২৪৮ কোটি টাকা। এসব বকেয়া পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস ইমাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা বার বার পাওনা টাকা চাইলেও ফান্ডে টাকা না থাকায় করপোরেশনের চেয়ারম্যান পাওনা পরিশোধ করতে পারছেন না। বর্তমান শিল্প উপদেষ্টার হাত ধরে ১০০ কোটি টাকা আসছে। এখনো বাকি ২৪৮ কোটি টাকার মধ্যে আরও ১০০ কোটি দেওয়ার আশ্বাস দিলেও ৩-৪ মাসে দেওয়া হয়নি। সরকার চাইলে ঘোষিত ভর্তুকির টাকা থেকে এটা দিতে পারে।

সংবাদ সম্মেলনের আগে বিষয়টি সমাধানে উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতি। উপদেষ্টা দপ্তরে না থাকায় তার একান্ত সচিব চিঠি গ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউজে/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।