৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন


প্রকাশিত: ১০:৫২ এএম, ২০ মে ২০১৬

জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, আদিবাসী জনগোষ্ঠী অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ অদম্য গতিতে এগিয় গেলেও ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী বৈষম্য, বঞ্চনা ও অবহেলার শিকার। তাদের অস্তিত্ব সীমাহীন সংকটের মুখোমুখি।

বক্তারা আরো বলেন, শুধু মাত্র মন্দির, গীর্জা- মঠ, প্যাগোডায় অব্যাহত হামলা নয়, সংখ্যালঘুদের উপর নির্যাতনও চলছে।

এসময় মানববন্ধন থেকে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: সংখ্যালঘুদের জন্য সংসদে ৬০টি আসন সংরক্ষণ করা; প্রশাসনিক কাঠামোর প্রতিটি স্তরে ২০ শতাংশ সংখ্যালঘু ও আদিবাসীদের পদায়ন; সংবিধানের ১২ অনুচ্ছেদের ২(ক) অনুচ্ছেদ বিলোপ এবং ১৯৭২ সালের সংবিধানের মৌল আদলে রাষ্ট্র ও রাজনীতিতে ধর্মনিরপেক্ষ নীতির যথাযত বাস্তবায়ন নিশ্চিত করা; সবার ক্ষেত্র সমঅধিকার ও সমমর্যাদা নিশ্চিত করা; স্বর্থ বান্ধব আইন বাস্তবায়ন ও প্রণয়ন; শিক্ষা ব্যবস্থার বৈষম্য নিরসনে পাঠ্যপুস্তকে সকল ধর্ম ও জাতিসত্বার সম মর্যাদার প্রতিফল ঘটাতে হবে; দায় মুক্তার সংস্কৃতি থেকে জাতিকে উত্তরণ ঘটাতে হবে; মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ও সন্ত্রাসমুক্ত বংলাদেশ গড়তে হবে।

সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে প্রদান করা হবে বলে জানিয়েছে বক্তারা। সংগঠনের সভপতি ঊষাতন তালুকদার, সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্তসহ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন উপস্থিত  ছিলেন।

এএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।