১১ মাসের বন্দিদশা শেষে দেশে ফিরলেন ৫ নাবিক
প্রায় ১১ মাস পর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে বন্দি থাকা পাঁচ বাংলাদেশি নাবিক মুক্ত হয়ে দেশে ফিরেছেন। দেশে ফেরা নাবিকরা হলেন- চট্টগ্রামের রাউজান এলাকার মোহাম্মদ আবু তৈয়ব, মিরসরাইয়ের মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ আলমগীর।
কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ৯ জানুয়ারি দুপুর ১২টা ৪৫ মিনিটে তারা ইয়েমেন ত্যাগ করেন। দুবাই হয়ে রোববার (১০ জানুয়ারি) সকালে তারা ঢাকায় পৌঁছান।
এর আগে ওমানের একটি জাহাজ থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি পাঁচ বাংলাদেশি নাবিককে বন্দি করা হয়। ২ ডিসেম্বর প্রায় ৯ মাস ইয়েমেনের সানায় হুথি বিদ্রোহীদের হাতে আটক থাকার পর তারা মুক্তি পান। এরপর ওমান ও কুয়েত দূতাবাসের তৎপরতায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তারা মুক্তি পান।
এমএইচআর/এমএস