সংলাপ অনুষ্ঠানে বক্তারা
সংস্কার শেষে হোক নির্বাচন
দেশে সংস্কার শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে। আজ ২৬ জানুয়ারি রোববার রাজশাহীতে এক সংলাপ অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।
সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (সিসিডি, বাংলাদেশ) এর আয়োজনে রাজশাহী শিল্পকলা একাডেমিতে "সংস্কার, জাতীয় ঐক্য এবং জনভাবনা" শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এই আহ্বান জানান। এছাড়া ভবিষ্যত রাষ্ট্র কাঠামো শক্তিশালী করার জন্য সুশাসন প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়।
সংলাপে বক্তারা জুলাই-আগস্ট বিপ্লবে নিহত সকলের বিদ্রোহী আত্মার মাগফিরাত এবং আহত সকলের সুস্থতা কামনা করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার এবং নির্বাচন নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, সংস্কারের প্রথমে সুশাসন নিশ্চিত করতে হবে। দীর্ঘদিনের রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপর নির্যাতন, জুলুম, অন্যায় অবিচার এর প্রতিফলন হলো জুলাই-আগস্ট ২০২৪। রাজনৈতিক দল এবং ব্যক্তির নিজ স্বার্থের ঊর্ধ্বে দেশ, সেই আলোকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা হাসানাত আলী, প্রবীণ সাংবাদিক, কলামিস্ট, লেখক, সাহিত্যিক ড. নাজিব ওয়াদুদ, রাজশাহী বার এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম, মাহবুব সিদ্দিক, সফিউদ্দিন আহমেদ প্রমুখ।
এইচআর/জেআইএম