যুক্তরাষ্ট্রে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবস পালন
জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নিউইয়র্কস্থ জ্যাকসন হাইটস্ এর পালকী পার্টি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওযামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
শোক সভায় ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি।
আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা হিন্দাল কাদির বাপ্পা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক মহিউদ্দিন দেওয়ান, আওয়ামী লীগনেতা শেখ আতিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক আব্দুল মালেক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন, আব্দুল হামিদ, কবির আলী, গিয়াস উদ্দিন, আনিছুর রহমান, জাফর আহম্মেদ, মাহবুবুর রহমান, এবাদুল হক, অতুল প্রসাদ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিকুর রহমান তুরান, ইকবাল হোসেন, মোহাম্মদ হাসানাত হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুরাদ, গিয়াস উদ্দিন রুবেল ভাট, ফরিদা আরভী, কামাল হোসেন রাকিব, সোহেল কতোয়াল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া, প্রকাশনা সম্পাদক মো. মনিউজ্জামান, দফতর সম্পাদক গোলাম মুস্তফা, সাহিত্য সম্পাদক জাহিদ আসান, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য হেলাল মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আলামিন আকন প্রমুখ।
বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কায়সার বলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই জননেত্রী, দেশরত্ম শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রমী সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি বলেন ১৫ আগষ্টের পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
এসএইচএস/পিআর