নিউজিল্যান্ডে জাতীয় শোক দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শাখা বঙ্গবন্ধু পরিষদ। শোক দিবস উপলক্ষে রোববার বঙ্গবন্ধু পরিষদ নিউজিল্যান্ড শাখা আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কর্মসূচির মধ্যে ছিল ‘বঙ্গবন্ধু’র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মহফিল, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি এবং বঙ্গবন্ধুর উপর বিষয় ভিত্তিক আলোচনা।
বঙ্গবন্ধু পরিষদ নিউজিল্যান্ড শাখার সভাপতি প্রকৌশলী সফিকুর রহমান অনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. কাইউম উজ জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম মিন্টু, ইফতেখার উদ্দিন লিটন প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ প্রবন্ধ পাঠ করেন কৃষিবিদ ড. আনোয়ার জাবেদ ও প্রকৌশলী আফজালুর রহমান রনি। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন বেলী মাহমুদ। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএইচএস/এমআরআই