শোক দিবস উপলক্ষে শিশু একাডেমির কর্মসূচি শুরু


প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৩ আগস্ট ২০১৫

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমির শেখ রাসেল মুক্তমঞ্চ ও একাডেমি মিলনায়তনের বারান্দায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট লোক গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান এ কর্মসূচির উদ্বোধন করেন।


শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি এবং শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু গ্রন্থ মালা প্রদর্শনী ও বিক্রয়ের জন্য ১৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন উন্মুক্ত থাকবে।

শুক্রবার একাডেমির প্রশাসনিক ভবনের ২য় তলায় লাইব্রেরি কক্ষে রচনা লিখন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং শিশু একাডেমি প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে।
 
১৫ আগষ্ট শোক দিবসের সকাল ৭ টায় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পরিচালকের নেতৃত্বে একাডেমির কর্মকর্তা, কর্মচারি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ শিশুরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবে। বেলা আড়াইটায় চিত্রাংকন বিভাগের ক্লাসসমূহে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টায় একাডেমির লেকচার থিয়েটারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিন একাডেমি প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনভিত্তিক ২৫টি বই নিয়ে আলোচনা, পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধু বিষয়ক সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে।

১৫ আগস্ট বিকেল ৫টায় একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।