বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর ভরসাস্থল


প্রকাশিত: ১০:১৭ এএম, ০৮ আগস্ট ২০১৫

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সারাজীবন বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে সাহস এবং ভরসার জায়গা ছিলেন বঙ্গমাতা। কঠিন সময়ে, নানা বিপদে বঙ্গমাতাই বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা দিয়েছেন। বঙ্গবন্ধু কারাগারে থাকলে তিনিই সব সামলিয়েছেন।

শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা বঙ্গবন্ধুকে কারাগারে বন্দি করা হলে আমার মা পরিবার সামলাতেন, খোঁজ-খবর নিতেন দলের নেতাকর্মীদের। সবাইকে সাহস দিতেন।

তিনি বলেন, আমার মায়ের কোনো ব্যক্তিগত লোভ ছিল না। তিনি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। তার মধ্যে কোনো হা-হুতাশ ছিল না। পরিবার বা দলের যখন প্রয়োজন হতো, তখন তিনি গহনা বা ঘরের ফার্নিচারও বিক্রি করে দিতেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, মায়ের কাছ থেকেই চারিত্রিক দৃঢ়তা, আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসী হতে শিখেছি এবং মায়ের কাছ থেকে পাওয়া আদর্শ অনুসরণ করেই পথ চলছি।

এএসএস/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।