আহমদীয়া মুসলিম জামাতের শততম বার্ষিক সম্মেলন সমাপ্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

তিন দিনব্যাপী আহমদীয়া মুসলিম জামাতের ১০০তম সালানা জলসা বা বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি বকশিবাজারে জাতীয় কেন্দ্র-৪ এ জলসা শুরু হয়।

বিজ্ঞাপন

আহমদীয়া মুসলিম জামাতের শততম বার্ষিক সম্মেলন সমাপ্ত

১৯১৭ সালে বাংলার প্রথম জলসা সালানা ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়। ১৯৫১ সালে তা ঢাকায় স্থানান্তর হওয়ার পর আজ ১০৮ বছর অতিক্রান্ত হয়েছে। প্রকৃতপক্ষে ২০২৫ সাল জলসার ১০৮ বছরপূর্তি, কিন্তু কিছু অনিবার্য কারণবশতঃ মাঝখানে ৯টি জলসা অনুষ্ঠিত হতে পারেনি, যার কারণে আজ ১০০তম জলসা সালানা উদযাপন করছি। বকশিবাজারে জলসা অনুষ্ঠানের জন্য অপ্রতুল হয়ে পড়ায় ২০১৯ সাল থেকে পঞ্চগড়ের আহমদনগরে নিজস্ব দেওয়াল ঘেরা মাঠে বৃহত্তর পরিসরে জলসা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহমদীয়া মুসলিম জামাতের শততম বার্ষিক সম্মেলন সমাপ্ত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ বছর ১০০তম সালানা জলসা ঢাকায় জাতীয় কেন্দ্রে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এছাড়া আমাদের সদস্যদের একটি বড় অংশ প্রযুক্তির সহায়তায় ৬টি আঞ্চলিক কেন্দ্রে এবং আরও কয়েকটি স্পটে একত্রিত হয়ে জলসা দেখার সৌভাগ্য লাভ করেছেন। অঞ্চলগুলো হলো সুন্দরবন, নাসেরাবাদ (কুষ্টিয়া অঞ্চল), চট্টগ্রাম, খাকদান (বরিশাল অঞ্চল), রাজশাহী এবং কুমিল্লা।

আহমদীয়া মুসলিম জামাতের শততম বার্ষিক সম্মেলন সমাপ্ত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পঞ্চগড়ের আহমদনগর এবং শালসিড়িতে, রংপুর-দিনাজপুর অঞ্চলের জন্য সৈয়দপুরে, জামালপুর অঞ্চলের জন্য হোসনাবাদে, কিশোরগঞ্জ অঞ্চলের জন্য তেরোগাতিতে এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের জন্য তারুয়াতে ভার্চুয়ালি জলসা দেখানোর আয়োজন করা হয়। কিন্তু স্থানীয় পর্যায়ে আমাদের বিরোধিতা এবং প্রশাসনের নির্দেশ বা পরামর্শে সেসব অঞ্চলে ভার্চুয়াল জলসার আয়োজন শেষ পর্যায়ে স্থগিত করতে হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

শুক্রবার জুমা থেকে রোববার বিকেল পর্যন্ত মোট ৫টি অধিবেশন হয়। আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশের জাতীয় আমির আলহাজ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী জলসার উদ্বোধন করেন। শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং আহমদীয়া পতাকা উত্তোলন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।