চাইল্ড হ্যাভেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে অবস্থিত চাইল্ড হ্যাভেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উত্তরার ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক মো. আশরাফুল আলম ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহম্মদ আলী।
সকাল সাড়ে ৮টায় সমবেত জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও স্কুলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
শুরুতেই ছিল মার্চ পাস্ট। শিক্ষার্থীরা স্কুল ইউনিফর্মের পাশাপাশি বসন্তের রঙে বর্ণিল সাজে সজ্জিত হয়ে মার্চ পাস্টে অংশ নেয়। এরপর অনুষ্ঠিত হয় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে।
চাইল্ড হ্যাভেন স্কুলের অধ্যক্ষ অধ্যাপক মঞ্জুরুল ইসলাম বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ শরীর ও মনন গড়ে ওঠে। আমাদের লক্ষ্য ছাত্র-ছাত্রীরা যেন প্রকৃত শিক্ষা গ্রহণের মাধ্যমে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
অধ্যাপক মঞ্জুরুল ইসলাম জানান, প্রতিবছর নিয়মিতভাবে ক্রীড়া প্রতিযোগিতা করে আসছেন তারা। এছাড়াও কো-কারিকুলার কার্যক্রম হিসেবে একুশে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরি, বসন্ত উৎসব, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, দেয়ালিকা প্রকাশসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে চাইল্ড হ্যাভেন স্কুল। এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তার পাশাপাশি সুস্থ প্রতিযোগিতামূলক মনন তৈরি করে যা তাদের আত্মবিশ্বাস বাড়ায় বলে মন্তব্য করেন অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘এই স্কুলে যারা লেখাপড়া করছে আমি আশা করব তারা সততা, কর্তব্যনিষ্ঠা, ন্যায়নিষ্ঠার সঙ্গে তাদের শিক্ষাজীবন শেষ করবে এবং একসময় তারা কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে এই স্কুলের নাম উজ্জ্বল করবে।’
ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মুখ্য বিষয় জানিয়ে সচিব বলেন, ‘সবাই জয়লাভ করতে পারবে না। একজন প্রথম হবে, একজন দ্বিতীয় হবে, আরেকজন তৃতীয় হবে। যারা অংশগ্রহণ করছে আমি সবাইকেই বিজয়ী মনে করি। কারণ তারা উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। যারা এই প্রতিযোগিতায় আজকে বিজয় লাভ করতে পারবে না তারা আরো চর্চা করবে যাতে ভবিষ্যতের প্রতিযোগিতায় তারা বিজয় অর্জন করতে পারে। আমি সবার সাফল্য কামনা করে এই স্কুলের সাফল্য করি।’
এর পরেই ছিল প্রতিযোগিতার মূল আকর্ষণ শিক্ষার্থীদের খেলা। শ্রেণি ভেদে শিক্ষার্থীদের ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত দৌড়, বেলুন দৌড়, চামচ দৌড়, ভারসাম্য দৌড়, চকলেট কুড়ানো, গুপ্তধন উদ্ধার, ব্যাঙ লাফ, স্মৃতিশক্তি পরীক্ষা, টেনিস বল নিক্ষেপ, নাম সংগ্রহ, সুঁই-সুতা, মোরগ লড়াই, দীর্ঘ লাফ ও দড়ি খেলা অনুষ্ঠিত হয়।
সবশেষে নারী অভিভাবকদের জন্য পিলো পাসিং এবং পুরুষ অভিভাবকদের জন্য ছিল দৌড় প্রতিযোগিতা।
সাড়ে পাঁচশ’রও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে চাইল্ড হ্যাভেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রায় পুরোটা সময় গ্যালারিতে বসে উপভোগ করেন অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
এমএমএআর/এমএস