কাজাখ শিশুদের চীনা গান উপভোগ করলেন প্রেসিডেন্ট সি চিনপিং

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৩ জুলাই ২০২৪

কাজাখস্তানের শিশুদের কণ্ঠে চীনা ‘ওড টু দ্য মাদারল্যান্ড’গান উপভোগ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। এসময় প্রেসিডেন্ট সি’র সঙ্গে উপস্থিত ছিলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ।

গান পরিবেশনের পর প্রেসিডেন্ট সি শিশুদের দুই প্রতিনিধির সঙ্গে চীনা ভাষায় সৌহার্দ্য বিনিময় করেন। পাশাপাশি চীনের চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছার কথা প্রকাশ করে তারা।

এসময় প্রেসিডেন্ট সি বলেন, "আমিও আন্তরিকভাবে কামনা করি ভবিষ্যতে একটি ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে তোমরা। চীনের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমাদেরকে স্বাগতম”।

প্রেসিডেন্ট সি মঙ্গলবার দুপুরে আস্তানায় পৌঁছান। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) রাষ্ট্রপ্রধান কাউন্সিলের ২৪তম বৈঠকে যোগ দিতে এবং টোকায়েভের আমন্ত্রণে কাজাখস্তানে রাষ্ট্রীয় সফরে গেছেন তিনি। কাজাখস্তানে এটি তার পঞ্চম সফর।

৩ জুলাই থেকে ৪ জুলাই আস্তানায় এসসিও শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।