বিএসিবির সভাপতি হলেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৩ মার্চ ২০২৫

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্টিফিকেশন বডিজ (বিএসিবি)-এর ২০২৫-২৭ সেশনের নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ রেফারি সেলিম শাহেদ।

গত ১০ মার্চ (সোমবার) উত্তরা ক্লাবে বিএসিবি’র নির্বাহী কমিটির ২০২৫-২০২৭ সালের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নবনির্বাচিত সভাপতি সেলিম শাহেদ গ্লোবাল সার্টিফিকেশন বিডির ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আহসান হাবিব সাধারণ সম্পাদক এবং আতাউর রহমান সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া আবদুল কাদের কোষাধ্যক্ষ এবং ইউনাইটেড সার্টিফিকেশনের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির অন্য ৬ জন সদস্যও নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএসিবির এই নির্বাচনটি একটি স্বাধীন ও সম্মানিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের প্রধান ছিলেন আবু আব্দুল্লাহ, যিনি অতিরিক্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) এর সাবেক মহাপরিচালক।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সার্টিফিকেশন বডিজ (বিএসিবি) হলো একটি শিল্পসংস্থা যা বিভিন্ন প্রত্যয়ন বাজারে স্বীকৃত সার্টিফিকেশন বডি বা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংস্থাটি সদস্যদের সহায়তা প্রদান করে, স্বীকৃত প্রত্যয়ন ব্যবহারের প্রচার করে, স্বীকৃতি প্রদানকারী সংস্থা এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে। তৃতীয় পক্ষের প্রত্যয়ন ব্যবস্থার উন্নতি ও নিয়ন্ত্রক কাঠামোকে আরও শক্তিশালী করতে কাজ করে, যেন শেষ ব্যবহারকারীরা সর্বোচ্চ সুবিধা পেতে পারেন।

এসএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।