দেশের ইতিহাসে গণমাধ্যম কখনোই এতটা স্বাধীন ছিল না: শফিকুল আলম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:০১ এএম, ০৬ জানুয়ারি ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম গত পাঁচ মাসে যতটা স্বাধীন ছিল, ততটা দেশের ইতিহাসে আর কখনোই ছিল না।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আরও পড়ুন

তিনি বলেন, সবাইকে (গণমাধ্যম) সরকারের পক্ষ থেকে স্বাধীনতা দেওয়া রয়েছে। সবাই যার যার রোল অনুযায়ী গণমাধ্যমে স্বাধীনতা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন বলে তিনি জানান।

এমইউ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।