বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
সভাপতি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন

বাউফল প্রেস ক্লাব নির্বাচনে মো. জলিলুর রহমান সভাপতি ও মো. জসিম উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) প্রেস ক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুণ্ডু বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিল, সম্পাদক জসিম

এছাড়া সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হিরোন (সকালের সময়), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন (গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের আলো), নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), উত্তম কুমার (বিজয় টিভি), মু. মনজুর মোর্শেদ (নিউনেশন) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পদে মো. কামরুজ্জামান বাচ্চু (জনকণ্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), মো. আবু সুফিয়ান (সংগ্রাম), মো. কামরুল হাসান (যায়যায়দিন)।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।