ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেলের ওপর দুর্বৃত্তের হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। এ ঘটনায় বুধবার (২৫ ডিসেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মাইনুল হাসান সোহেল জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিটে ইনকিলাবে অফিস শেষে ডিআরইউ যাওয়ার পথে মতিঝিল জনতা ব্যাংকের সামনে চলন্ত রিকশায় তিন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এবং হাতে থাকা মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাদের সঙ্গে ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গিয়ে পায়ে ও হাতে গুরুতর আঘাত পাই। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছি।
ডিআরইউ সভাপতি বলেন, মাইনুল হাসান সোহেলের ওপর হামলা চালিয়ে মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ন্যক্কারজনক। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি।
এনএইচ/এমআইএইচএস/এমএস