বিজয় দিবস উপলক্ষে ডিএসইসি সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আগামী ২৩ ডিসেম্বর (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় (আবদুস সালাম হলরুম) ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে। এ আয়োজন চলবে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা ফ্রি কনসালটেশন, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপ চেকিং, ব্লাড প্রেশার পরিমাপসহ নানান সুবিধা থাকবে। এছাড়া অসুস্থ রোগীদের জন্য পরীক্ষায় বিশেষ ছাড় দেওয়া হবে।

সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান সংগঠনের সদস্যদের ফ্রি মেডিকেল ক্যাম্পে যথাসময়ে উপস্থিত হতে অনুরোধ করেছেন।

এ কার্যক্রম শুধু ডিএসইসি সদস্যদের জন্য।

এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।