আরএসএফের প্রতিবেদন

সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক দেশ ফিলিস্তিন, পাকিস্তান ও বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক শীর্ষ ৯টি দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন এ তালিকার শীর্ষে অবস্থান করছে। তালিকায় দ্বিতীয় পাকিস্তান ও চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৫৪ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন। এরমধ্যে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন সবচেয়ে বেশি ১৮ সাংবাাদিক। যার মধ্যে শুধু গাজায় নিহত হয়েছেন ১৬ জন। লেবাননে দুই সাংবাদিক নিহত হয়েছেন।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানে এ বছর সাতজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। আর মেক্সিকো ও বাংলাদেশে পাঁচজন করে সাংবাদিকের প্রাণ গেছে।

আরও পড়ুন

প্রতিবেদনে জানানো হয়, বিশ্বজুড়ে ৫৫ জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। তাদের মধ্যে ২৫ জনই ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক রয়েছেন। পাশাপাশি ২০২৪ সালে ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন। নতুন করে এ তালিকায় এ বছর অন্তর্ভুক্ত হয়েছেন চারজন।

যে তিন দেশে সবচেয়ে বেশি সাংবাদিক কারান্তরীণ রয়েছেন, সেই দেশগুলোর মধ্যে চীনে ১২৪ জন, মিয়ানমারে ৬১ জন ও ইসরায়েলে ৪১ জন।

এসআরএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।