ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ চলছে। ভোটের আগে সব প্রস্তুতি চূড়ান্ত করেছে ডিআরইউয়ের নির্বাচন কমিশন।
নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন।
আরও পড়ুন
এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা এক হাজার ৭৪৪ জন।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ডিআরইউ প্রাঙ্গণ।
ভোট শুরুর পর প্রার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। সব মিলিয়ে ডিআরইউতে একটা উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এনএইচ/কেএসআর/এমএস