যুক্তরাজ্য প্রবাসী সংবাদ পাঠক তানজিনা নূর ই সিদ্দিকীর বাবা আর নেই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২০ পিএম, ১১ অক্টোবর ২০২৪

লন্ডনের চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র সংবাদ পাঠক তানজিনা নূর ই সিদ্দিকী ও ইঞ্জিনিয়ার ইশরাক সিদ্দিকীর বাবা নূর নবী সিদ্দিকী বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। মরহুম নূর নবী সিদ্দিকী দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার, বাদ জুম্মা মরহুমের নামাজে জানাজা টাঙ্গাইলের নাগরপুরের রাথুরা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ টাঙ্গাইলে পারিবারিক কবরস্থানে তার স্ত্রী সৈয়দা তামান্না সিদ্দিকীর পাশে দাফন করা হবে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

এইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।