ডিআরইউ’র প্রয়াত ৫ সদস্যের জন্য দোয়া মাহফিল
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রয়াত পাঁচ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১২টায় ডিআরইউ কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়।
ডিআরইউ’র প্রয়াত সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম, স্থায়ী সদস্য ও বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, ডিআরইউ’র সাবেক সাংস্কৃতিক সম্পাদক সীমান্ত খোকন, সাবেক কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান ও স্থায়ী সদস্য বদিউল আলমের মৃত্যুতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, সহ-সভাপতি মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ বাদল, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, কার্যনির্বাহী সদস্য মিজান রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএইচ/এমএইচআর/এএসএম