জাগো নিউজের মাহফুজের বাবা সাংবাদিক সিদ্দিকুর রহমানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৪
প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সিদ্দিকুর রহমান/ফাইল ছবি

জাগো নিউজের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মো. মাহফুজুর রহমানের বাবা প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সিদ্দিকুর রহমান মারা গেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর।

কিশোরগঞ্জের শিমুলিয়ায় নিজ গ্রামে বাদ এশা জানাজার পর তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

চার ছেলে ও এক মেয়ের জনক সিদ্দিকুর রহমান মাসিক মদিনা, দৈনিক বাংলাবাজার, দৈনিক ইনকিলাবের পর সর্বশেষ দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। ঢাকা সাব-এডিটরস কাউন্সিল ও জাতীয় প্রেস ক্লাবের সদস্যও তিনি।

সিদ্দিকুর রহমান একাধারে প্রাবন্ধিক, কলামিস্ট ও উপন্যাসিক ছিলেন। তার লেখা অসংখ্য বই পাঠকমহলে সমাদৃত। এর মধ্যে উপন্যাস ‘পর্দানশীল মেয়েটি’, ‘কে কার অলংকার’ অন্যতম। এছাড়া তার লেখা অসংখ্য ইসলামিক বই রয়েছে।

মাহফুজুর রহমানের বাবার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে জাগো নিউজ পরিবার। জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হক এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।