রাজশাহী প্রেস ক্লাব

আহ্বায়ক সাজু, সদস্য সচিব শিমুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৭ আগস্ট ২০২৪

রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক সভায় সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হয়।

এতে এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার শ.ম. সাজুকে আহ্বায়ক ও দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলকে করা হয়েছে সদস্য সচিব। এর আগে সভায় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন। উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি শ.ম সাজু, আহসান হাবীব অপুসহ নির্বাহী কমিটির সদস্যরা।

গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. অনিসুজ্জামান, এসএ টিভি রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম ও ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন।

আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে।

সাখাওয়াত হোসেন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।