‘কৃষি সাংবাদিকতা’ কোর্স চালুর লক্ষ্যে সমঝোতা সই


প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৭ ডিসেম্বর ২০১৪

টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগে ‘কৃষি সাংবাদিকতা’ বিষয়ে পূর্ণাঙ্গ কোর্স চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কৃষি উন্নয়ন প্রকল্প ক্যাটালিস্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং ক্যাটালিস্টের জেনারেল ম্যানেজার মার্কাস এহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় কৃষি উন্নয়ন প্রকল্প ‘ক্যাটালিস্ট’ ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগে ‘কৃষি সাংবাদিকতা’ বিষয়ে পূর্ণাঙ্গ কোর্স চালুর ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করবে। এছাড়া, এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন এবং একাডেমিক তথ্য, গবেষণা উপাত্ত ও অভিজ্ঞতা বিনিময় করবে।

উপাচার্য দফতরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, ক্যাটালিস্টের ক্রস সেক্টর প্রধান আশফাক এনায়েতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।