গণমাধ্যমে বৈশাখী ভাতা চালুর দাবি


প্রকাশিত: ০২:১৯ পিএম, ১২ মার্চ ২০১৬

আসন্ন পহেলা বৈশাখের আগেই যথাসময়ে গণমাধ্যমের সকল প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষিত বৈশাখী ভাতা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)। শনিবার এক যৌথ বিবৃতিতে ওই সংগঠন দুটির নেতারা এ দাবি জানান।

বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখে ভাতা প্রদানের ঘোষণা দেয়ায় এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

তারা বলেন, সরকার প্রধানের এ উদ্যোগ বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সমুন্নত এবং সুসংহত করার প্রচেষ্টাকে আরো বেগবান করবে।

অবিলম্বে নিজ নিজ প্রতিষ্ঠানে এ ভাতা প্রদানের ঘোষণা দেয়ার জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বানও জানান তারা।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।