ইরানে মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন


প্রকাশিত: ০৯:১০ এএম, ০৭ ডিসেম্বর ২০১৪

ইরানে জেলে থাকা মার্কিন সাংবাদিক জ্যাসন রেজাইনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গত শনিবার তাকে আদালতে উপস্থিত করা হয়েছিল কিনা, সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর আলজাজিরার।

তবে ওয়াশিংটন পোস্ট পত্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের পত্রিকার তেহরানের ব্যুরো চিফ রেজাইনকে শনিবার শুনানীর সময় প্রায় ১০ ঘণ্টা আদালতে থাকতে হয়। এ সময় তার সঙ্গে পত্রিকার নিয়োগ দেওয়া এক দোভাষী ছিলেন।

প্রসঙ্গত, ইরানের আদালতে ফারসীতে শুনানী ও রায় পড়া হয়। রেজাইন ফারসী পড়তে না পারায় তার জন্য দোভাষী নিয়োগ দেওয়া হয়েছে।

পত্রিকাটি জানায়, রেজাইনের পরিবারের পক্ষ থেকে এক এ্যাটর্নিকে ভাড়া করা হলেও তাকে আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।