একুশে গ্রন্থমেলায় ডিআরইউ’র স্টলের উদ্বোধন মঙ্গলবার


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

এবারের অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো স্টল বরাদ্দ নিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মঙ্গলবার বেলা আড়াইটায় বইমেলা চত্ত্বরে ডিআরইউ’র এই স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

সোমবার ডিআরইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাষা শহীদদের ভাস্কর্যের পাশে (৭৩ নম্বর স্টল) ডিআরইউ’র এই স্টলে সংগঠনের নিয়মিত প্রকাশনা রিপোর্টার্স ভয়েস, প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণিকা, নারী দিবসের বিশেষ প্রকাশনা, সেরা রিপোর্ট সংকলন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত সদস্যদের বই প্রদর্শনের জন্য রাখা হবে।

ডিআরইউ’র সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ সিনিয়র সদস্যবৃন্দ এ সময় উপস্থিত থাকবেন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।