সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতির ৫ম মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশিত: ১০:২০ এএম, ২৮ জানুয়ারি ২০১৬

সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতির ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক ফরহাদ খাঁ ফাউন্ডেশনের আয়োজনে দিনটি পালন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, দেশে সাংবাদিক হত্যার বিচার না হওয়া স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। আমরা সৌভাগ্যবান যে সাংবাদিক ফরহাদ খাঁ ` হত্যা মামলার প্রাথমিক রায় এসেছে।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, হয় সাংবাদিক হত্যার বিচার করুন, না হলে ঘোষণা করুন এ দেশে সাংবাদিক হত্যার বিচার হবে না।

সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারাধীন সকল মামলার রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

এসময় আলোচনা সভায় বক্তারা সাংবাদিক ফরহাদ খাঁর স্মৃতি চারণ করেন। দৈনিক আজকের বাণী পত্রিকার সম্পাদক আতিকুল ইসলামমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক সচিব আব্দুল মজিদ, সাহিত্য পরিষদের সভাপতি সিরাজুল করিম প্রমুখ।

এএস/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।