পূর্ণাঙ্গ সম্প্রচারে গ্লোবাল টেলিভিশন
স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল হিসেবে পূর্ণাঙ্গ সম্প্রচারে এলো গ্লোবাল টেলিভিশন। বৃহস্পতিবার (৩০ জুন) বিকেল ৪টায় গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেড ও গ্লোব ফার্মা গ্রুপের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ গ্লোবাল টেলিভিশনের বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে রাজধানীর তেজগাঁওস্থ অফিসে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেড ও গ্লোব ফার্মা গ্রুপ গ্রুপের চেয়ারম্যান মো. হরুনুর রশিদ বলেন, গ্লোবাল টিভি মাটি ও মানুষের কথা বলবে। গ্লোবাল টিভি মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের কথা বলবে। সুন্দর ও রুচিশীল অনুষ্ঠান উপহার দেবে।
এসময় অন্যান্যের মধ্যে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার মেয়র মো. খালিদ সাইফুল্লাহ, গ্লোব মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হোসেন ও সিইও সৈয়দ ইশতিয়াক রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
এইচএআর/এএএইচ/জিকেএস