সাংবাদিকতায় তথ্যের বিকৃতি গ্রহণযোগ্য নয় : ঢাবি উপাচার্য


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৪

সাংবাদিকতার নীতিমালায় মূল তথ্যের কোনরকম বিকৃতি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (ডুয়া)’র উদ্যোগে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ছয় বিশ্ববিদ্যালয় প্রতিবেদককে দেয়া ‘এমটিবি-ডুয়া স্যামসন এইচ চৌধুরী ক্যাম্পাস জার্নালিজম এ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুরস্কারপ্রাপ্ত প্রিন্ট মিডিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিবেদকরা হলেন- মতিউর তানিফ (যায়যায়দিন), ফরহাদ উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন), সানাউল হক সানী (আমাদের সময়) ও তৌহিদুর রহমান (নয়াদিগন্ত) এবং অনলাইন মিডিয়ার পুরস্কার প্রাপ্ত প্রতিবেদকরা হলেন, মাহমুদুল হাসান (বাংলা নিউজ ২৪ ডট কম) ও সুজন মন্ডল (বিডি নিঊজ ডট কম)।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, গণমাধ্যমের স্বাধীনতার অর্থ মালিক, সম্পাদক বা সাংবাদিকের স্বাধীনতা নয়। সাধারণ মানুষের অধিকার ও মত প্রকাশ এবং সঠিক তথ্য প্রাপ্তির স্বাধীনতা।

তিনি আরও বলেন, ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে জাতিকে অনুপ্রাণিত করার জন্য গণমাধ্যম কর্মীদের কাজ করা উচিত।

ডুয়া’র সভাপতি রকীব উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান এবং এনটিবি’র স্বতন্ত্র পরিচালক আনোয়ারুল আমিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।