সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল্লাহ ফারুক নিহত


প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ-সম্পাদক আব্দুল্লাহ-আল ফারুক (৫০) নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১টার দিকে কাকরাইল রাজমনি সিনেমা হল সংলগ্ন রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাংবাদিকের শ্যালক আখলাক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানায়, রাতে একজন সিএনজিচালিত অটোরিকশা চালক গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক কালের কণ্ঠ, যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আজকের পত্রিকায় ছিলেন তিনি। আর দু’বছর আগে কালের কণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

সাংবাদিক ফারুক পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা। তার পিতার নাম মৃত গাজীউর রহমান। রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে থাকতেন তিনি।

এনএম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।