৩০ জুলাই সম্প্রচারে আসছে নেক্সাস টিভি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৮ জুলাই ২০২১

আগামী শুক্রবার (৩০ জুলাই) সম্প্রচার শুরু করতে যাচ্ছে আরেকটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নেক্সাস টিভি। ‘জীবনের বন্ধন’ স্লোগান নিয়ে এটি সম্প্রচার হবে। থাকবে নতুনত্ব। প্রতিদিন একটি থিমের ওপর ভিত্তি করে সারাদিনের অনুষ্ঠান সাজানো হবে।

নেক্সাস টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদ বুধবার (২৮ জুলাই) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে আমাদের আনুষ্ঠানিক পথচলা। যার মালিকানায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এস. আলম গ্রুপ। আমাদের বিশ্বাস, বাংলাদেশের টেলিভিশন দুনিয়ায় আমরা খুব সামান্য হলেও নতুন কিছু যুক্ত করতে পারব।

জানা যায়, নেক্সাস টিভি হবে দেশের প্রথম নন-ফিকশন টিভি চ্যানেল। নতুনত্ব হলো এই চ্যানেল সংবাদ, নাটক, সিনেমা বা গান সম্প্রচার করবে না। সমসাময়িক বিষয়ভিক্তিক সরাসরি ও পূর্বে ধারণ করা অনুষ্ঠান প্রচারিত হবে।

এইচএস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।