সাংবাদিক তানুর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চায় সিআরইউ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫ এএম, ১১ জুলাই ২০২১

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাগোনিউজ২৪.কমের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে গ্রেফতারের ঘটনায় ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) তীব্র প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে মামলা প্রত্যাহার ও তানুর নিঃশর্ত মুক্তির দাবি জানান সংগঠনের নেতারা।

রোববার (১১ জুলাই) কোর্ট রিপোর্টার্স ইউনিটির দফতর সম্পাদক মাসুদ রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি হাসিব বিন শহিদ ও সাধারণ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এ ঘটনার নিন্দা জানান।

বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করতে চায় একটি গোষ্ঠী। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে ও ব্যক্তি স্বার্থে এ আইনের চরম অপব্যবহার হচ্ছে। এ কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতার পথ সুগম করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

‘একইসঙ্গে ঠাকুরগাঁওয়ে জাগোনিউজ২৪.কমের প্রতিনিধি তানভীর হাসান তানুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি’ বলে উল্লেখ করেন তারা।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে রোগীর খাবার পরিবেশনে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তানুসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক।

মামলার অন্য দুই আসামি হলেন—বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।

জেএ/এএএইচ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।