পিআইবিতে পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:৫২ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুিষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর সেমিনার কক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর সহযোগিতায় পিআইবি এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করছেন বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটির ম্যানেজার মোহাম্মদ সোহেলুর রহমান চৌধুরী। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সদস্য জাতীয় সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার জেলা পর্যায়ে কর্মরত ২৫ জন সংবাদকর্মী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীর। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইকোনমিক  জোনস অথরিটির ম্যানেজার মোহাম্মদ সোহেলুর রহমান চৌধুরী।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।