শনিবার অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার দিবে টিআইবি


প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে শনিবার অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০১৫ দিবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।  ওইদিন সকাল সাড়ে ১০টায়  টিআইবি’র ধানমন্ডিস্থ কার্যালয়ের মেঘমালা সম্মেলন কক্ষে ‘গণমাধ্যম ও সুশাসন’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং সভাপতিত্ব করবেন ট্রাস্টি বোর্ডের সদস্য ড. আকবর আলি খান।  

টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন পরিচালক রিজওয়ান-উল-আলম স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

প্রসঙ্গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।