মিডিয়া বিতর্কে চ্যাম্পিয়ন এনটিভি
মিডিয়া বিতর্ক প্রতিযোগিতা-১৫ চ্যাম্পিয়ন হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। রানার আপ হয়েছে সময় টেলিভিশন। বুুধবার রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর স্টুডিওতে এ প্রতিযোগিত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ‘যুক্তিতে হবো বস্তুনিষ্ঠ, সত্যের সাথে সব সময়’। এই স্লোগান নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক বর্তমানে যারা বিভিন্ন গণমাধ্যমে কর্মরত তাদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে এআইইউবির ম্যাস কমিউনিকেমন ও মিডিয়া আর্টস বিভাগ এবং এআইইউবি বিতর্ক সংগঠন অরটরি ক্লাব।
প্রতিযোগিতায় এনটিভি, চ্যানেল টোয়েন্টি ফোর, চ্যানেল আই, এটিএন নিউজ, যমুনা টিভি, সময় টিভি, এসএ টিভি ও রেডিও ধনিতে কর্মরত সাবেক বিতার্কিকদের সমন্বয়ে ১১টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। গত ২০ নভেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়। আজ রাতে ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয়েছে এনটিভি।
বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. চার্লস সি ভিলোনোভা, কমিউনিকেমন ও মিডিয়া আর্টস বিভাগের উপদেষ্টা ড. এজেএম শফিউল আলম ভূইয়াসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনএম/বিএ