সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহারের দাবি বিসিজেএফ’র
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৮ মে ২০২১
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে নির্যাতন এবং পাঁচ ঘণ্টা পর মিথ্যা মামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ)।
মঙ্গলবার (১৮ মে) এক বিবৃতিতে বিসিএজেএফ’র সভাপতি কাওসার রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, একজন স্বনামধন্য ও পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা ও তার অধীনস্থ ব্যক্তিদের এমন আচরণ মুক্তমত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। এ অবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং গণতন্ত্রের গতি স্বাভাবিক রাখতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
এমইউ/এএএইচ/জিকেএস