সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় টিএমজিবির নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১৮ মে ২০২১

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে শাহবাগ থানায় হস্তান্তর ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)।

সংগঠনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে সচিবালয়ে স্বাস্থ্য বিভাগের ভেতরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

পেশাগত দায়িত্ব পালনের সময় আটকে রাখা, হেনস্তা করা, চিকিৎসা না করে থানায় হস্তান্তর ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের ওপর এভাবে হামলা-মামলা করে গণমাধ্যমকর্মীদের সঠিক দায়িত্ব থেকে নিবৃত রাখা যাবে না। এ ঘটনার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের সাংবাদিক হয়রানি করতে উৎসাহ দেয়া হলো। সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তির আহ্বান জানানো হয়।

এইচএস/এআরএ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।