শ্রদ্ধা-ভালবাসায় আলহাজ্ব লিয়াকত আলীকে বিদায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০১ ডিসেম্বর ২০১৫

শ্রদ্ধা-ভালবাসায় খুলনাঞ্চলের আপামর জনসাধারণ বিদায় জানালো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিংবদন্তী সাংবাদিক, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলীকে। মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাব চত্বরে মরহুমের মরদেহের প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর নামাজে জানাজা শেষে নগরীর বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।

সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেড হাউজ থেকে আলহাজ্ব লিয়াকত আলীর মরদেহ দৈনিক পূর্বাঞ্চল কার্যালয়ে আনা হয়। সেখানে কিছু সময় রাখার পর নেয়া হয় খুলনা প্রেসক্লাব চত্বরে। প্রেসক্লাবে মরহুমের দীর্ঘদিনের সহকর্মী ছাড়াও খুলনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। বেলা ১১ টায় খুলনার শহীদ হাদিস পার্কে এবং বেলা সাড়ে ১১ টায় ইকবাল মসজিদ চত্বরে আরও একটি জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।

শহীদ হাদিস পার্কের জানাজায় ইমামতি করেন ইকবাল নগর মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা এমএ হান্নান। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় মরহুমের ছেলে সানি মোহাম্মদ আলী তার বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

জানাজায় অংশগ্রহণ করেন- খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এসএম মোস্তফা রশিদী সুজা, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আনিসুর রহমান বিশ্বাস, খুলনার জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক খান আতিয়ার রহমান, সাবেক এমপি এম নূরুল ইসলাম দাদু ভাই, আলহাজ্ব মোল্লা জালাল উদ্দিন, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সালেহ, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল আলম মনা, নগর বিএনপির সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, উপদেষ্টা সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, নগর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, নগর জামায়াতের নায়েবে আমীর মাস্টার শফিকুল আলম, নবলোক নির্বাহী প্রধান কাজী ওয়াহিদুজ্জামান, খুলনা উন্নয়ন ফোরামের সভাপতি শফিকুল হামিদ চন্দনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা প্রেসক্লাব, বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশন, খুলনা সাংবাদিক ইউনিয়ন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা সাংবাদিকবৃন্দ। বাদ আসর ইকবাল নগর মসজিদে মরহুমের পরিবার ও পূর্বাঞ্চল-ট্রিবিউনের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আলমগীর হান্নান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।