ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন শুরু


প্রকাশিত: ০৭:২৯ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৭ম জাতীয় সম্মেলন ও সংবধর্না কর্মসূচি কক্সবাজারে শুরু হয়েছে। কর্মসূচির প্রথম পর্বে ফটো সাংবাদিকতার উপর প্রাসঙ্গিক কর্মশালা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর ও হিন্দু মুসলিম মৈত্রী বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ এনায়াত করিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী। কর্মশালা পরিচালনা করেন এ বি এম রফিকুর রহমান। সারাদেশ থেকে আসা দুই শতাধিক ফটোসাংবাদিক এতে অংশ নেন।

"
২য় পর্বে কার্যকরী অধিবেশনে ৩২টি জেলা শাখার রিপোর্ট পেশ করা হয় এবং বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়। মঙ্গলবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।