সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর মৃত্যুবার্ষিকী আজ
খ্যাতনামা সাংবাদিক ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধূরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় বাসের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
দুর্ঘটনার পরদিন জগলুল আহমেদ চৌধূরীর ছেলে নাভিদ আহমেদ চৌধূরী অজ্ঞাতনামা বাসচালককে আসামি করে কলাবাগান থানায় মামলা করেন। বাসচালকের অবহেলার কারণেই জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যু হয়েছিল। তদন্তে প্রমাণিত হলেও ওই বাসচালককে চিহ্নিত করতে না পারায় ঘটনার ছয় মাসের মাথায় মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।
জগলুল আহমেদ চৌধূরী ১৯৫১ সালের ২০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নাছির আহমেদ চৌধূরী। তিনি যুক্তফ্রন্ট সরকারের আইনমন্ত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের ছাতিয়ান এলাকায়।
প্রায় পাঁচ দশকের সাংবাদিকতা জীবনে একাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন জগলুল আহমেদ চৌধূরী। কূটনীতির নানা ক্ষেত্রে সরব পদচারণা ছিল তার। সরকারি বার্তা সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে টেলিভিশন টকশোতে নিয়মিত অংশ নিতেন। দেশের জাতীয় দৈনিকগুলোতে কলাম লিখতেন।
এআরএস/এমএস