দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলী আর নেই


প্রকাশিত: ০৩:৩৫ এএম, ২৯ নভেম্বর ২০১৫

খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপারসন লিয়াকত আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। শনিবার রাত ১২ টায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিগত কয়েকদিন ধরে লিয়াকত আলী জ্বরে আক্রান্ত ছিলেন। রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। রাত ১২ টায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খুলনাসহ সারাদেশের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খুলনার সাংবাদিকরা দৈনিক পূর্বাঞ্চল কার্যালয়ে এসে মরহুমের আত্মীয়-স্বজনসহ পূর্বাঞ্চল পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

রোববার সকালে আলহাজ্ব লিয়াকত আলীর মরদেহ খুলনা এসে পৌঁছালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। তার ছেলে, মেয়ে ও অন্যান্য আত্মীয়-স্বজন আসার পর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

আলমগীর হান্নান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।